Tue. Sep 23rd, 2025
Advertisements

36খোলা বাজার২৪, রোববার, ১০ জুলাই ২০১৬: সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, তা জানা অভিভাবকের কর্তব্য। এ কাজে তাঁদের সাহায্য করতে পারে স্মার্টফোনের একটি অ্যাপ। ভারতের গুরগাঁও-ভিত্তিক সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ইভোএক্সওয়াইজেড টেকনোলজিস সম্প্রতি এ ধরনের একটি অ্যাপ তৈরি করেছে। অ্যাপটির নাম ইভোস্কুল।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী শিল্পা মাহনা ভাটনাগর বলেন, ইভোস্কুলের মতো প্রযুক্তি প্ল্যাটফর্ম ব্যবহার করে শিশুদের সহিংস হয়ে ওঠা, খারাপ পথে নিয়ে যাওয়া, নির্যাতনের মতো বিষয়গুলো থেকে রক্ষা করা যায়। এটি নিরাপদ যোগাযোগের সুযোগ তৈরি করে, যা কেবল মা–বাবা বা অভিভাবকেরা নজরদারি করতে পারেন। এটি রিয়েল টাইমে সন্তানের অবস্থান জানাতে পারে। লোকেশন ট্র্যাকিং ব্যবহার করে নোটিফিকেশনও পাঠাতে পারে অ্যাপটি।