Fri. Sep 19th, 2025
Advertisements

16kখোলা বাজার২৪, সোমবার, ১১ জুলাই ২০১৬: তখন তিনি ২২। খুব লাস্যময়ী অভিনেত্রী। পাশাপাশি দূরন্ত নৃত্যশিল্পী। তিনি অভিনেত্রী মন্দাকিনী। তাঁর প্রথম ছবি রাজ কাপুরের ‘রাম তেরি গঙ্গা মইলি’।
আবেদনময়ী উপস্থাপনার মধ্যে দিয়ে প্রথম ছবিতেই ঝড় তুলেছিলেন তামাম দর্শক হৃদয়ে। এর পর মিঠুন চক্রর্তীর সঙ্গে ‘ডান্স ডান্স’, আদিত্য পাঞ্চোলির সঙ্গে জুটি বেঁধে ‘কাহা হ্যায় কানুন’, গোবিন্দার সঙ্গে ‘প্যায়ার কারকে দেখো’-র মতো ছবিতেও দারুণ অভিনয় করেছিলেন। এর পর শুরু হল নায়িকার জীবনের সেকেন্ড ইনিংস। বিয়ে করলেন এক প্রাক্তন বৌদ্ধ সন্নাস্যীকে। ব্যাস। বদলে গেল তাঁর জীবন। সিলভার স্ক্রিন থেকে ছুটি নিয়ে নিলেন নায়িকা।
দীর্ঘদিন তিনি লাইমলাইটের বাইরে। আর এখন? কী করছেন মন্দাকিনী? তাঁকে দেখতেই বা কেমন হয়েছে জানেন? প্রথমে দেখলে হয়তো সেদিনের লাস্যময়ীর সঙ্গে আজকের মন্দাকিনীকে মেলাতে পারবেন না। তিনি এখন তিব্বতি ধর্মগুরু দলাই লামার অনুগামী। স্বামীর সঙ্গে চালান তিব্বতি যোগের ক্লাস। তাঁর একটি তিব্বতি ওষুধের দোকানও রয়েছে।