Tue. Sep 23rd, 2025
Advertisements

41খোলা বাজার২৪, সোমবার, ১১ জুলাই ২০১৬: ডেভিড ক্যামেরনের উত্তরসূরি হচ্ছেন তেরেসা মে।
বিবিসি জানিয়েছে, বুধবার সন্ধ্যায় ক্যামেরনের পদত্যাগের পরই ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে পারেন তেরেসা।
এর মধ্য দিয়ে যুক্তরাজ্যের ইতিহাসে দ্বিতীয় কোনো নারী প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করতে চলেছেন।
গত ২৩ জুন অনুষ্ঠিত গণভোটে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদের পক্ষে রায় যাওয়ার পর পদত্যাগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
১০নং ডাউনিং স্টিটের সামনে স্থানীয় সময় সোমবার ক্যামেরন বলেন, বাকিংহাম প্যালেসে বুধবার রানীর কাছে পদত্যাগ পত্র জমা দেবেন তিনি।
বিট্রেনের প্রধানমন্ত্রী হওয়ার প্রতিযোগিতা থেকে সোমবার সরে দাঁড়ানোর ঘোষণা দেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়ার পক্ষে প্রচার চালানো অ্যান্ড্রিয়া লিডসন।
তিনিই ছিলেন ক্যামেরনের উত্তরসূরি হওয়ার জন্য তেরেসার সর্বশেষ প্রতিদ্বন্দ্বী।