Sun. Sep 14th, 2025
Advertisements

12kখোলা বাজার২৪, মঙ্গলবার, ১২ জুলাই ২০১৬: ব্যাপারটা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল গত সপ্তাহেই। শেষ পর্যন্ত হয়ে গেল আনুষ্ঠানিকতাও। গলফার হিসেবে সরাসরি রিওতে সুযোগ পেতে অলিম্পিক র‍্যাঙ্কিংয়ে ৬০-এর মধ্যে থাকতে হয়। সোমবার নতুন প্রকাশিত র‍্যাঙ্কিং অনুযায়ী সিদ্দিকুর রহমান রয়েছেন ৫৬তম স্থানে। সেই সুবাদে প্রথম কোনো বাংলাদেশি হিসেবে সরাসরি অলিম্পিকে খেলছেন এই গলফার।
গত সপ্তাহে চীনা তাইপেতে টুর্নামেন্ট শেষ করার পর সিদ্দিকুর অবশ্য ছিলেন কিছুটা ভালো অবস্থানে। নতুন র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ পিছিয়েছেন। তাতে অবশ্য সরাসরি রিও অলিম্পিকে সরাসরি যোগ দিতে কোনো সমস্যা হচ্ছে না তার।
আগামী ৫ আগস্ট থেকে ব্রাজিলের রিও ডি জেনেইরোতে শুরু হচ্ছে অলিম্পিকের এবারের আসর। আন্তর্জাতিক পর্যায়ের বেশ কয়েকজন তারকা গলফার এবার জিকা ভাইরাস আতঙ্কে সেখান থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। একারণে কিছুটা সুবিধাও অবশ্য পেয়েছেন সিদ্দিকুর। তবে আফ্রো-এশিয়া ব্যাংক টুর্নামেন্টে তার রানার্সআপ হওয়ার ব্যাপারটাও মোটেও কম কিছু নয়।