Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

24kখোলা বাজার২৪, বুধবার, ১৩ জুলাই ২০১৬: পৃথিবীর বায়ুমণ্ডলের দূষণ, ওজোন স্তরে ফুটো, গ্লোবাল ওয়ার্মিং, সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি ইত্যাদি সমস্যাগুলি বহু দশক ধরেই সংকটের দোড়গোড়ায় এনে ফেলেছে মানবসভ্যতাকে। বিজ্ঞান তাই নিরন্তর সন্ধান করে চলেছে মানুষের বসবাসযোগ্য অন্য কোনও গ্রহ বা উপগ্রহের।
এখন পর্যন্ত বহু গ্রহই আবিষ্কৃত হয়েছে কিন্তু তার বেশিরভাগই অন্য সৌরমণ্ডলে। তাই এই সৌরমণ্ডলেরই অন্য কোনও গ্রহ বা উপগ্রহ বসবাসযোগ্য কি না, সেই নিয়ে ক্রমাগত গবেষণা করে চলেছেন মহাকাশবিজ্ঞানীরা।
তেমনই গবেষণার ফলাফল, আমাদের সৌরমণ্ডলেরই একটি উপগ্রহে রয়েছে বসবাসের উপযোগী পরিবেশ। সংবাদ সংস্থা জিনহুয়ার খবর অনুযায়ী, সেটি হল শনির সবচেয়ে বড় উপগ্রহ টাইটান। তবে এই উপগ্রহে তরল অবস্থায় পানি পাওয়া যায়নি। তারপরও কীভাবে বাস করবে মানুষ?
কর্নেল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা জানাচ্ছেন, পানি ছাড়াই এই উপগ্রহে বসবাস করা যাবে এবং এক্ষেত্রে তারা এই উপগ্রহের বায়ুমণ্ডলে হাইড্রোজেন সায়ানাইড (HCN)-এর উপস্থিতিকেই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন।
তবে এই যৌগ থেকে মানুষের বসবাসের উপযোগী পরিবেশ ঠিক কীভাবে তৈরি হবে সে বিষয়ে এখনও বিশদভাবে কিছু জানাননি তারা।