Tue. Sep 23rd, 2025
Advertisements

41খোলা বাজার২৪, বুধবার, ১৩ জুলাই ২০১৬: টালিগঞ্জে গতবছরের আলোচিত ছবিগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে শ্রীজিত মুখার্জির ‘রাজকাহিনী’। বাংলা ছবি হলেও দেশভাগের গল্প নিয়ে তৈরি ‘রাজকাহিনী’ শুধু পশ্চিমবঙ্গে নয়, পুরো ভারতেই মনোযোগ কেড়েছে। পেয়েছে ব্যাপক প্রশংসা।
সে সূত্রে বলিউডের গুণী নির্মাতা মহেশ ভাট শ্রীজিতকে ছবিটির হিন্দি রিমেকের প্রস্তাব দেন। ‘বেগমজান’ নামে হিন্দি ‘রাজকাহিনী’র শুটিংও শুরু হয়ে গেছে। সে শুটিংয়েই ‘রাজকাহিনী’র অন্যতম অভিনয়শিল্পী জয়া আহসানের অভিনয়ের প্রশংসা করেছেন ‘বেগমজান’-এর মূল চরিত্রে অভিনয় করা জাতীয় পুরস্কারপ্রাপ্ত বলিউড তারকা বিদ্যা বালান।
কলকাতার একটি সংবাদপত্রে সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে বিদ্যা এই প্রশংসা করেন। ‘রাজকাহিনী’ দেখে প্রভাবিত হওয়ার আশঙ্কা আছে কিনা এমন প্রশ্নের জবাবে বিদ্যা বলেন, মূল ছবির অভিনয়শিল্পীদের পারফরম্যান্স দেখার লোভ তিনি সামলাতে পারেননি। এরপর তিনি যোগ করেন-ছবিটিতে ঋতু, যীশু, জয়া, শ্বাশত, আবির, কৌশিক, সুদীপ্তা প্রত্যেকে দুর্দান্ত অভিনয় করেছেন।
‘রাজকাহিনী’তে মূল চরিত্র বেগমজানে ঋতুপর্ণা সেনগুপ্তার পাশাপাশি রুবিনা চরিত্রে জয়া আহসান বিশেষভাবে নজর কাড়েন। পার্শ্বচরিত্রগুলোর মাঝে তার অভিনয় নিয়ে মুখর ছিল দর্শক, সমালোচক ও গণমাধ্যম।