Tue. Sep 23rd, 2025
Advertisements

3খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০১৬: সাতক্ষীরার তালা উপজেলায় জেএমবি ও আইএস পরিচয়ে পুরোহিতসহ তিনজনকে উড়ো চিঠি দিয়ে হত্যার হুমকি দেয়া হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার খলিষখালী ইউনিয়নের হাজরাপাড়া কালীমন্দিরে পাওয়া ওই চিঠিতে পুরোহিত তপন চক্রবর্তীকে হত্যার হুমকি দেয়া হয়। একই সঙ্গে ওই চিঠিতে সোমনাথ লাহেড়ী ও মোহনলাল চক্রবর্তী নামে আরো দুইজনকে হত্যার হুমকি দেয়া হয়েছে।
পুরোহিত তপন চক্রবর্তী জানান, চিঠি পাওয়ার পর তাৎক্ষণিকভাবে স্থানীয় চেয়ারম্যানসহ প্রশাসনকে বিষয়টি জানানো হয়।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।