Tue. Sep 23rd, 2025
Advertisements

11খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০১৬: এই সবে নায়িকা পূজা হেগড়েকে জনসমক্ষে এনে ছবির প্রচার শুরু করেছিলেন। এর মধ্যেই নতুন ছবি ‘মহেঞ্জো দারো’র চিত্রনাট্য চুরির অভিযোগ উঠল পরিচালক-প্রযোজক আশুতোষ গোয়াড়িকর। অভিযোগকারী জনৈক অক্ষয়াদিত্য লামা। এর আগেই প্রায় একই ধরনের অভিযোগ ওঠেছে সালমান খানের সুলতানের বিরুদ্ধে।
অক্ষয়াদিত্যের দাবি, ১৯৯৫ সালে তিনি ‘মহেঞ্জো দারো’র চিত্রনাট্য লিখেছিলেন। সেই সম্বল নিয়েই ১৯৯৭ সালে মুম্বই এসেছিলেন ফিল্ম-টেলিভিশনের দুনিয়ায় কাজ পাওয়ার আশায়। অন্যান্যদের মতো আশুতোষকেও চিত্রনাট্য শোনান তিনি। ২০১০ সালে যখন শোনেন হৃতিক রোশন ও পূজা হেগড়েকে নিয়ে আশুতোষ ‘মহেঞ্জো দারো’ নামে সিনেমা বানাচ্ছেন। বিষয়টি জানিয়ে পরিচালককে মেলও করেন অক্ষয়াদিত্য। কিন্তু, কোনো উত্তর পাননি।
শেষমেশ আশুতোষের বিরুদ্ধে বম্বে হাই কোর্টের দ্বারস্থ হন তিনি। ১২ জুলাই ছিল এই মামলার প্রথম শুনানি। পরবর্তী শুনানি ২৬ জুলাই। মামলা শুনানির উপরেই নির্ভর করবে হৃতিকের সিনেমার মুক্তির ভাগ্য।