Wed. Sep 17th, 2025
Advertisements

18kখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০১৬: বিতর্কিত মন্তব্য করা যেন অভ্যাসে পরিণত করেছেন রাখি সাওয়ান্ত। নানা বিতর্কিত মন্তব্যের কারণে তাকে প্রায়ই তোপের মুখে পড়তে হয়।
বুধবার এই অভিনেত্রীকে গ্রেপ্তারের দাবিতে ট্রেন থামিয়ে আন্দোলন করেছে ‘বাল্মীকি টাইগার ফোর্স’ নামের একটি সংগঠন। এ অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ তিনি ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন।
সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হিন্দু ধর্মাবলম্বীদের দেবতা বাল্মীকিকে নিয়ে অবজ্ঞাসূচক মন্তব্য করেন বলে সংগঠনটির দাবি।
রাখি সাওয়ান্তের গ্রেপ্তারের দাবিতে বুধবার ভারতের জলন্ধর সিটি রেলওয়ে স্টেশনে ট্রেন থামিয়ে প্রতিবাদ করে ‘বাল্মীকি টাইগার ফোর্স’। তারা ২৫ মিনিট ধরে শতাব্দী এক্সপ্রেস নামক ট্রেনটি আটকে রাখেন। পরবর্তী রেল পুলিশ এসে ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি অবগত করবেন, এমন আশ্বাস দিলে আন্দোলন থেকে সরে আসেন তারা। এ অভিনেত্রীকে গ্রেপ্তারের জন্য ৭২ ঘণ্টার আল্টিমেটামও দিয়েছে সংগঠনটি।