Wed. Sep 17th, 2025
Advertisements

36খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০১৬: নওগাঁ : নওগাঁয় পুলিশের মাসিক কল্যাণ সভা ও বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে নওগাঁ পুলিশ লাইন্স ড্রিল সেডে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোজাম্মেল হক, বিপিএম, পিপিএম।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলমসহ জেলার পুলিশের সকল বিভিন্ন স্তরের কর্মকর্তা ও ফোর্স উপস্থিত ছিলেন। অনুষ্ঠান চলাকালে ঢাকার গুলশানের হলি আর্টিজেন বেকারীতে সন্ত্রাসী কর্মন্ডের প্রেক্ষিতে নিহত সিনিয়র সহকারী পুলিশ সুপার ও বনানী থানার অফিসার ইনচার্জ এবং কিশোরগঞ্জ জেলার শোলাকিয়া ঈদের জামাতে জঙ্গী নাশকতায় শহিদ দুই জন কনষ্টেবলদের জন্য দুই মিনিট নীরবতা পালন এবং তাদের সকলের বিদেহী আতœার মাকফিরাত কামনা করে দোয়া করা হয়। সভা শেষে জেলা পুলিশ লাইন্সে বৃক্ষ রোপন করেন পুলিশ সুপার।