Wed. Sep 17th, 2025
Advertisements

6kখোলা বাজার২৪, শুক্রবার, ১৫ জুলাই ২০১৬: নোয়াখালীতে মসজিদের এক ইমামের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে সাড়ে ১২টার দিকে পৌরসভার কৃঞ্চরামপুরে এ ঘটনা ঘটে বলে পুলিশ সুপার ইলিয়াস শরীফ জানান।
নিহত জহির উদ্দিন কৃঞ্চরামপুর জামে মসজিদের ইমাম। পরিবার নিয়ে তিনি কৃঞ্চরামপুরে থাকেন।
এসপি ইলিয়াস বলেন, “এলাকাবাসীর কাছ থেকে সংবাদ পেয়ে রাতে ইমাম সাহেবের বাড়ি থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে মর্গে নেওয়া হয়েছে।”
সাম্প্রতিক জঙ্গি হামলায় ধারাল অস্ত্রের আঘাতে হত্যাকাণ্ড ঘটানো হলেও নোয়াখালীর এই ইমাম খুনের কারণের বিষয়ে স্পষ্ট কিছু বলতে পারেনি পুলিশ।