Tue. Sep 23rd, 2025
Advertisements

13kখোলা বাজার২৪, শুক্রবার, ১৫ জুলাই ২০১৬: প্রখ্যাত ইসলামপ্রচারক জাকির নায়েকের ছেলে ফারিক মুম্বাই পুলিশের নজরদারিতে রয়েছে বলে ভারতীয় একটি পত্রিকায় বলা হয়েছে। ২১ বছর বয়স্ক ফারিকও ইসলামপ্রচারক। তিনিও পিস টিভি এবং অন্যান্য মাধ্যমে ইসলাম সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখে থাকেন।
ইকোনমিক টাইমসের খবরে বলা হয়, পুলিশ কর্মকর্তারা এখন ফারিক নায়েকের ভিভিও ও বক্তব্য পরীক্ষা করে দেখছে। এগুলো সন্ত্রাসবাদের সাথে সম্পর্কিত কিনা তা তারা দেখবেন। ইতোপূর্বে মহারাষ্ট্র পুলিশ জাকির নায়েকের বক্তব্য ও ভিডিও পরীক্ষা করে আপত্তিকর কিছু পায়নি। ফলে তার বিরুদ্ধে মামলা করা সম্ভব হয়নি।
গুলশান হামলায় জড়িত দুই সন্ত্রাসী জাকির নায়েকের বক্তব্য শুনতেন মর্মে খবর প্রকাশের পর তাকে নিয়ে নানা সমালোচনা শুরু হয়েছে। তিনি বর্তমানে আফ্রিকা সফর করছেন। তিনি সংবাদ সম্মেলন করতে চাইলেও স্থান না পাওয়ায় তা করতে পারছেন না। তবে জানিয়েছেন, তার বিরুদ্ধে সন্তাসবাদে মদত দেয়ার যেসব অভিযোগ আনা হয়েছে, সবাই ভিত্তিহীন।