Fri. Oct 17th, 2025
Advertisements

46খোলা বাজার২৪, শনিবার, ১৬ জুলাই ২০১৬: খন্দকার শাহিন : দেশব্যাপী জঙ্গি হামলা, সন্ত্রাস ও পুরোহিত হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী জেলা ঐক্য ন্যাপের উদ্যোগে শনিবার (১৬ জুলাই) বিকাল সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত শহরের স্বাধীনতা চত্বরে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণী-পেশার কয়েকশত মানুষ অংশগ্রহণ করেন।
জেলা ঐক্য ন্যাপের সভাপতি আতাউর রহমান ভূঞার সভাপতিত্বে প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা ঐক্য ন্যাপের সাধারন সম্পাদক রঞ্জিত কুমার সাহা, আবদুস সাত্তার সরকার, আব্দুস সামাদ, রতন মিত্র, মুক্তিযোদ্ধা মাজহারুল হক ভূঞা, উদীচীর সাধারন সম্পাদক তপন আচার্য্য, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক দীপক সাহা ও নারী নেত্রী কল্পনা দাস প্রমুখ।
বক্তারা জঙ্গির মূল উৎপাটন করার জনন্য দেশ প্রেমিক সকল দল ও মতের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বক্তারা বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশে জঙ্গি-সন্ত্রাস বন্ধ করা কঠিন কাজ নয়। তার জন্য দরকার জাতীয় ঐক্যের। বক্তারা অবিলম্বে জামায়াতকে নিষিদ্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।