Fri. Sep 19th, 2025
Advertisements

2kখোলা বাজার২৪, রোববার, ১৭ জুলাই ২০১৬: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রোভিসিসহ তিনজনকে আটক করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। শনিবার বিকেলে শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গুলশানে জঙ্গি হামলায় জড়িত জঙ্গিদের বাড়ি ভাড়া দেয়ার আগে নাম ঠিকানাসহ তথ্য না রাখায় অভিযোগে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রোভিসি গিয়াস উদ্দিন আহসান, তার ভাগ্নে আলম চৌধুরী এবং ভবনের ব্যবস্থাপক মাহবুবুর রহমান তুহিন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রো-ভিসি গিয়াসউদ্দীন আহসান এই হামলাকারীদের কাছে বাড়ি ভাড়া দিয়েছিলেন। এই ভাড়া দেয়ার ক্ষেত্রে ভাড়াটিয়াদের তথ্য নিজ হেফাজতে রাখা বা সংশ্লিষ্ট থানায় জমা দেয়া থেকে তিনি বিরত ছিলেন।
পুলিশ জানায়, বসুন্ধরা আবাসিক এলাকার ৬ নম্বর সড়ক ব্লক ই এর ফ্ল্যাট এ/৬ এ একত্র হয়েছিল। গত ১৬ মে ফ্ল্যাটটি জঙ্গিদের অন্য সহযোগী সদস্যরা ভাড়া নিয়েছিল। গুলশানের সন্ত্রাসী হামলার পর তারা দ্রুত বাসা ছেড়ে পালিয়ে যায়। বাসা থেকে বালুভর্তি কার্টন, তাদের পরিধেয় বস্ত্রসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।