Tue. Sep 23rd, 2025
Advertisements

13kখোলা বাজার২৪, রোববার, ১৭ জুলাই ২০১৬: রাজধানীতে নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে ২৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলার ঋণ সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ জন্য এডিবির সঙ্গে একটি চুক্তি করবে সরকার।
বাসসের এক প্রতিবেদনে বলা হয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেসবাহউদ্দিন ও এডিবির কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি নিজ নিজ পক্ষে ওই চুক্তিপত্রে সই করবেন।
ঢাকা ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যুয়ারেজ অথরিটির (ওয়াসা) ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার তাসকিম এ খান ও এডিবি কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি আগামীকাল রোববার রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে ওই প্রকল্প চুক্তির সূচনা করবেন।
চুক্তিটির আওতায় ওয়াসা ৪০ কোটি ৮০ লাখ ডলারের ঢাকা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রকল্পটি বাস্তবায়ন করবে। এডিবি সহজ শর্তের ঋণ চুক্তি আওতায় ২৭ কোটি ৫০ লাখ ডলার দেবে।
উপপ্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার আবদুস সালাম বলেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে ঢাকা মহানগরীর বাসিন্দারা ২৪ ঘণ্টা নিরাপদ খাবার পানি সরবরাহ পাবেন।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ঢাকা মহানগরীর বাসিন্দাদের পানি সরবরাহ ব্যবস্থা উন্নয়নে ২০১৬ সালের ২৪ মে এ প্রকল্প অনুমোদন দেয়।