Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

36খোলা বাজার২৪, রোববার, ১৭ জুলাই ২০১৬: চীনের পাঠানো প্রথম স্পেস স্টেশনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন দেশটির মহাকাশ বিজ্ঞানীরা। যে কোনো মুহূর্তে তা পৃথিবীর বুকে আছড়ে পড়ে বড় বিপর্যয় ঘটাতে পারে ধারণা করা হচ্ছে।
টমাস ডোরম্যান নামে এক জ্যোতির্বিদ জানান, টেলিস্কোপ এবং ক্যামেরা দিয়ে স্যাটেলাইটের উপর সবসময় নজর রাখেন তিনি। আর নজর রাখতে গিয়েই চীনের প্রথম স্পেস স্টেশন তিয়াংগং এর সমস্যা দেখতে পেয়েছেন।
তিনি আরো জানান, স্পেস স্টেশনের উপর নিয়ন্ত্রণ হারানোয় যে কোনও সময় পৃথিবীর বুকে তা ভেঙে পড়তে পারে।
২০১১ সালের সেপ্টেম্বরে চীন প্রথম তাদের স্পেস স্টেশনটি মহাকাশে পাঠায়। তিয়াংগং-১ এর ওজন আট টন। তবে স্পেস স্টেশনের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি নিয়ে এখনও চীনের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
এ ব্যাপারে টমাস ডোরম্যান বলেন, ‘আমি যদি ঠিক হই, তাহলে চীন তাদের স্পেস স্টেশনে গড়বড়ের কথা বিশ্বকে জানাতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে।’
সাধারণভাবে মহাকাশের কোনও বর্জ্য পৃথিবীর মাটিতে পৌঁছানোর আগেই বায়ুমণ্ডলেই পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু তিয়াংগং-১ এর সঙ্গে তা হওয়ার সম্ভাবনা কম বলে মনে করছেন বিজ্ঞানীরা। তারা এও আশঙ্কা করছেন যে, ওই স্পেস স্টেশনের কোনও টুকরোও যদি কোনো ঘনবসতিপূর্ণ এলাকায় ভেঙে পড়ে, তাহলে ভয়ানক বিপদ হবে।