Tue. Sep 23rd, 2025
Advertisements

15খোলা বাজার২৪,মঙ্গলবার, ১৯ জুলাই ২০১৬: জার্মানিতে ট্রেনে কুঠার নিয়ে হামলা চালিয়েছে এক দুর্বৃত্ত। জার্মানির বাভারিয়া প্রদেশের উজবার্গ শহরের কাছে একটি ট্রেনে ভয়াবহ হামলা চালায় ওই দুর্বৃত্ত। এতে কমপক্ষে ২১ জন আহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যমগুলোর বরাতে জানিয়েছে রয়টার্স।
স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় উজবার্গ ও ওশেনফুর্ট শহরের মধ্যে চলাচলকারী ট্রেনে অতর্কিতে যাত্রীদের কুঠার দিয়ে কোপাতে থাকে ওই ব্যক্তি। ঘটনার পর ওয়েজারবুর্গ শহরের হাইডেনজেগফিল্ড রেললাইনে হেলিকপ্টারে করে অভিযান চালিয়ে ওই দুর্বৃত্তকে গুলি করে হত্যা করে পুলিশ।
বিবিসি জানায়, এ হামলার পর ওয়েজারবুর্গ-হাইডেনজেগফিল্ড এবং ওখজেনফ্রুটের রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া জার্মানির সংবাদ সংস্থার বিবৃতি দিয়ে দি ইনডিপেনডেন্ট জানায়, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তবে এ হামলার বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।
রয়টার্সও জানায়, হামলাকারীর পরিচয় এবং কী কারণে এ হামলা চালানো হয়েছে, তা জানা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রেনে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।