Sat. Sep 20th, 2025
Advertisements

26খোলা বাজার২৪, বুধবার, ২০ জুলাই ২০১৬: মোঃ মোস্তাক আহমেদ মনির, ,জামালপুর: জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের ফুলদহ গ্রামের অসহায় দিনমুজুর আমজাদ হোসেনের একমাত্র পুত্র সোহানুর রহমান সোহান সে দেশের আর দশজন ছেলের মত বাচতে চায়। সোহান ২০০৭ সালে তার অসহায় দিনমুজুর পিতা মাতার সংসারে ঘর উজ্জল করে এ পৃথিবীতে আসে। সোহানের জন্মের পর তার কোন রোগ বালাই লক্ষ্য করা যায়নি। বযস যখন ৭/৮ হতে শুরু করল তার শরীরে দেখা দিল মৃগী রোগ। পিতা মাতা খেয়ে না খেয়ে তাদের সংসারে একমাত্র ফুটফুটে সন্তান সোহানের চিকিৎসা শুরু করেন। দেশের বিভিন্ন যায়গায় চিকিৎসা শেষে বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডাঃ জালাল উদ্দিনের তত্বাবধানে চিকিৎসাধীন আছে। বাবা মা সব সহায় সম্বল বিক্রি করে একমাত্র ছেলের চিকিৎসার জন্য এখন পথে বসে পড়েছে। বাড়ীর মাথা গোজার ঠাই টুকু ছাড়া আর কিছুই নাই। ডাক্তার বলেছে সোহানের মৃগী রোগ ভালো হবার যোগ্য। তবে অনেক টাকা লাগবে। কিন্তু সোহানের অসহায় বাবা মা এত টাকা পাবে কোথায়। তাই ছেলের জন্য দেশের দয়াবান দানশীল লোকদের স্বরনাপন্ন হয়েছেন। যদি কোন দানশীল ব্যক্তি সোহানের দিকে চেয়ে একটু সাহায্যের হাত বাড়ান তবে নিচের ঠিকানায় দান করার জন্য অনুরুধ করা হইল। বিকাশ নং-০১৯৫৬-৪২৭১৫১ অথবা একাইন্ট নং- ৩৯৩৯ বাংলাদেশ কৃষি ব্যাংক বাউসি বাঙ্গালী শাখা ,সরিষাবাড়ী –জামালপুর, অথবা মোবাইল ডাচ বাংলা নং-০১৭১৩-৫১১৩৯৬-০