Thu. Sep 18th, 2025
Advertisements

39খোলা বাজার২৪, বুধবার, ২০ জুলাই ২০১৬: জঙ্গিবাদ মোকাবিলায় গোয়েন্দা তথ্য প্রদাণসহ সব ধরনের সহযোগিতা দেবে ভারত।
বুধবার সচিবালয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে বৈঠক শেষে ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, জঙ্গিবাদ এখন পুরো এই অঞ্চলের সমস্যা। এমনকি বিশ্বব্যাপী সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই জঙ্গিবাদ। একে মোকাবিলা করতে বাংলাদেশের পাশে আছে ভারত। এক্ষেত্রে গোয়েন্দা তথ্য প্রদাণসহ ভারত বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করবে।
এর আগে বুধবার দুপুরে দেড়টায় ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলাসহ একটি প্রতিনিধি দল তথ্য মন্ত্রণালয়ে হাসানুল হক ইনুর সঙ্গে বৈঠক করেন।
এর আগে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মির্জা আজমের সঙ্গে বৈঠক করে প্রতিনিধি দল। এর আগে দুপুর ১২টায় প্রতিনিধি দল স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালীকরণ বিষয়ে স্থানীয় সরকার, পলী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে বৈঠক করে।