Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

20খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ২১ জুলাই ২০১৬: মেহেরপুর : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের অর্থ পাচার মামলায় আদালতের রায়ের পর প্রতিবাদ সভা করেছে মেহেরপুরের গাংনী উপজেলা ছাত্রদল। আজ বৃহস্পতিবার দুপুরে বিএনপি নেতা জাভেদ মাসুদ মিল্টনের গাংনীস্থ কার্যালয়ে আয়োজিত প্রতিবাদ সভায় ক্ষোভ ও নিন্দা জ্ঞাপন করেন নেতৃবৃন্দ।
তারেকের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যে হাসিলের লক্ষ্যে দায়ের করা হয় বলে মন্তব্য করেন অনুষ্ঠানের বক্তারা।
প্রতিবাদ সভায় উপজেলা ছাত্রদলের সভাপতি কাওছার আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল, উপজেলা শ্রমিক দলের সভাপতি গিয়াস উদ্দীন, বিএনপি নেতা আলফাজ উদ্দীন কালু, ছাত্রদল নেতা চপল বিশ্বাসহ ছাত্রদল নেতৃবৃন্দ।