Sat. Sep 20th, 2025
Advertisements

25খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ২১ জুলাই ২০১৬: তাপস কুমার, নাটোর: নাটোরে জলবায়ু বিষয়ক সংবাদ সম্মেলন করেছে সচেতন নাগরিক সমাজ(সনাক) নাটোর জেলা শাখা। বৃহস্পতিবার সকালে সনাক সদস্য পরিতোষ অধিকারীর সংঞ্চালনায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি রেজাউল করিম রেজা ।
বক্তরা বলেন , বিশ্বের উন্নত দেশগুলো অধিক পরিমাণে কার্বন ডাই অক্সাইড গ্যাস উতপাদন করার কারনে অন্যান্য দেশের মত বাংলাদেশের জলবায়ুতে মারাত্বক প্রভাব ফেলছে। বিপন্ন হচ্ছে এদেশের জীববৈচিত্র্য। কাজেই ঝুঁকিপূর্ণ বাংলাদেশকে সাহায্য নয়, বরং জরিমানা দিতে মর্মে জলবায়ু বিষয়ক আন্তর্জাতিক নানা সম্মেলনে নেতাদের দৃঢ় বক্তব্য রাখতে হবে। তিনি আরো জানান, নতুন শুরু হওয়া এই প্রকল্পের মাধ্যমে সচেতন নাগরিক সমাজ ও টিআইবি জলবায়ু অর্থায়ন ও ব্যবহারে সর্ব্বোচ সততা, স্বচ্ছতা, ও জবাবদিহিতা আনয়নসহ সুনির্দিষ্ট ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে যথাযথভাবে কাজ করে যাবে।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সনাক সভাপতি রেজাউল করিম রেজা জানান, শুরু থেকেই সনাক নাটোর জেলার নদী ও খাল ভরাট, দূষন এবং দখল প্রতিরোধে কাজ করে আসছে। তবে, জেলায় কয়েকটি ইন্ডাট্রিজস্ থাকায় বিষয়টি খুব রিস্কি। এলক্ষ্যে রাজনৈতিক নের্তৃবর্গ, পুলিশ প্রশাসন, সুশীল সমাজসহ সকল স্তরের জনগণকে সাথে নিয়ে একযোগে কাজ করে যেতে হবে।