খোলা বাজার২৪, শুক্রবার, ২২ জুলাই ২০১৬: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আতিকুল ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভিসি এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।
অধ্যাপক আতিকুল ইসলাম বলেন, এ ঘটনায় আমরা উদ্বিগ্ন এবং এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করেছি।
গুলশানের হলি আর্টিজন রেস্টুরেন্টে হামলার ঘটনার পর থেকে বেশ কয়েকদিন থেকেই আলোচনা-সমালোচনায় রয়েছে এই বেসরকারি বিশ্ববিদ্যালয়টি।