খোলা বাজার২৪, শুক্রবার, ২২ জুলাই ২০১৬: সম্প্রতি দেশে পর পর জঙ্গি হামলা ও বিদেশী হত্যার পর অধিকাংশ গুরুত্বপূর্ণ মসজিদে পুলিশ পাহাড়ার ব্যবস্থা করা হয়েছে। আজ শুক্রবার রাজধানীর কাঁটাবন মসজিদে জুমার নামাজের সময় বিশেষ নিরাপত্তার দেখা গেছে।
অপরদিকে জাতীয় মসজিদ বায়তুল মুকাররমসহ দেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ মসজিদে গত সপ্তাহ থেকেই মসজিদের গেইটে পুলিশ মোতায়েন করা হয়। রাজধানীর কিছু কিছু মসজিদে জুমার নামাজের আগে মসজিদে প্রবেশের সময় মুসল্লিদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করতে দেখা যায়।
বিশেষ কোন হুমকি অথবা মসজিদে নিরাপত্তা জনিত বিষয়ে জানতে চাইলে কাঁটাবন মসজিদে মোতায়েনরত পুলিশ সদস্যদের একজন বলেন, ” শোলাকিয়ায় ঈদের জামাতে হামলার পর থেকে দেশের সব মসজিদ গুলোতে বিশেষ নিরাপত্তা ও নজরদারির ব্যবস্থা করা হয়েছে।”
জঙ্গিদের পরবর্তী টার্গেট সন্দেহ করেই এই প্রতিরোধ কার্যক্রম বলেও জানা যায়।
উল্লেখ, গত মাসে গুলশানের হলি আর্টিজেন রেস্টুরেন্টে জঙ্গিহামলার পর ২০ বিদেশি নিহত হয় পরে ঈদের দিন অপর এক হামলায় ঈদের জামাতে ২ পুলিশ সদস্যসহ ৪ জন নিহত হয়। বরাবরের মতই এই হামলার দায় স্বীকার করে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ‘আইএস’। তবে দেশের নিরাপত্তা সংশ্লিষ্টরা বলছেন এটি দেশীয় জঙ্গীদের কাজ, ও রাজনৈতিক মদদপুষ্ট হামলা।