Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

24খোলা বাজার২৪, শুক্রবার, ২২ জুলাই ২০১৬: তাপস কুমার, নাটোর: নাটোরের সিংড়ায় এনজিও পরিচালিত স্কুলের ১০ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগে খন্দকার আল আমিন নামের এক পরিচালককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে পৌর শহরের পাড়াজয়নগর মহল্লার তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আল আমিন রেনেসাঁ সেভিংস এন্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর শিক্ষা কর্মসূচী প্রকল্পের পরিচালক ছিলেন। আল আমিন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চুয়াখালি গ্রামের খন্দকার লোকমান হোসেনের ছেলে।
সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তাহের জানান, নাটোর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আসামী খন্দকার আল আমিনের বিরুদ্ধে ৪০৮ এবং ৪২০ ধারায় প্রতারণা মামলা দায়ের হয়। সংস্থাটির চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু ওই মামলা দায়ের করেন। পরে আদালতের নির্দেশ অনুযায়ী পৌর শহরের পাড়া জয়নগর এলাকায় অভিযান চালিয়ে আসামী খন্দকার আল আমিনকে গ্রেফতার করা হয়েছে।