Thu. Sep 25th, 2025
Advertisements

27খোলা বাজার২৪, শুক্রবার, ২২ জুলাই ২০১৬: প্রতিনিধি,নওগাঁ: নওগাঁর রাণীনগরে ৭ শত ২২ পিচ ইয়াবাসহ আরিফ হোসেন (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আরিফ আত্রাই উপজেলার মিরজাপুর গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে । গত বৃহস্পতিবার রাত অনুমান সাড়ে ৯টায় তাকে গ্রেফতার করা হয়।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস,আই শফিকুর রহমান শফি’র নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার প্রেমতলি কৃষ্ণপুর বাজারের মাদ্রাসা মোড়ে একটি চা-স্টলের সামনে থেকে আরিফকে গ্রেফতার করে। গ্রেফতারকালে তার শরীর তল্লাশী করে পড়নের প্যান্টের পকেট থেকে ৭ শত ২২পিচ ইয়াবা উদ্ধার করা হয় । আরিফ হোসেন ওই স্থানে ইয়াবা বিক্রি করার জন্য অপেক্ষা করছিল বলে ওসি জানিয়েছেন।