Mon. Sep 22nd, 2025
Advertisements

13kখোলা বাজার২৪, শনিবার, ২৩ জুলাই ২০১৬: তারকাদের ক্যারিয়ারের পেছনে মায়েদের অবদান সবচেয়ে বেশি থাকে বলে শোনা যায়। সন্তানের সফলতায় তাদের মায়েরাও অংশ হয়ে থাকেন। আবার খ্যাতির বিড়ম্বনাও কিন্তু কম পোহাতে হয় না তাদের।
সম্প্রতি এমননি একটি ঘটনার শিকার হয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের মা ব্রিন্দা রাই।
গত বৃহস্পতিবার মেয়ে ঐশ্বরিয়া এবং নাতনি আরাধ্যকে নিয়ে লন্ডন থেকে ফিরছিলেন ব্রিন্দা রাই। বিমানবন্দরে পৌঁছালে ঐশ্বরিয়াকে ঘিরে ধরেন ফটোসাংবাদিকরা। এমন পরিস্থিতিতে মেয়ে এবং মাকে নিয়ে বিমানবন্দর থেকে বের হতে গিয়ে ঘটে বিব্রতকর ঘটনা। ভিড় থেকে ঐশ্বরিয়াকে বাঁচাতে ফটোসাংবাদিকদের ধাক্কা দেন ঐশ্বরিয়ার দেহরক্ষী। হঠাৎ একজন ফটোসাংবাদিক ধাক্কা খেয়ে পাশেই থাকা এ অভিনেত্রীর মায়ের উপর পড়ে যান। এ সময় ভারসাম্য ঠিক না রাখতে পেরে পড়ে যান ব্রিন্দা রাই। তিনি মাথায় সামান্য আঘাতও পেয়েছেন বলে জানা গেছে।
এদিকে সামনে মেয়ে আরাধ্যকে নিয়ে বিমানবন্দরের বাইরে গাড়ির দিকে যাচ্ছিলেন ঐশ্বরিয়া। মায়ের এমন অবস্থা দেখে তড়িঘড়ি করে মেয়েকে গাড়িতে রাখতে গিয়ে গাড়ির দরজার সঙ্গে আঘাত পান আরাধ্য। আঘাত পেয়ে কাঁদতে শুরু করে সে। এরপর ঐশ্বরিয়া গিয়ে তার মাকে গাড়িতে নিয়ে আসেন এবং দ্রুত সেখান চলে যান।