Tue. Sep 16th, 2025
Advertisements

pirojpur_94066খােলা বাজার২৪, শনবিার, ২৩ জুলাই ২০১৬,পিরোজপুর প্রতিনিধি: তারকে রহমানের বিরুদ্ধে সাজানো মিথ্যে মামলায় খালাস পাওয়া নিম্ম আদালতের রায় কে উপেক্ষা করে উদ্দ্যেশপ্রনীত হয়ে উচ্চ আদালতে  সাজা দেওয়ার প্রতিবাদে জেলা বিএনপি’র এক প্রতিবাদ মিছিল আজ সকালে বৃষ্টি উপেক্ষা করে  দলীয় কার্য্যালয় থেকে আরম্ভ করলে হঠাৎ পুলিশ বিনা উস্কানিতে নেতা-কর্মীদের উপর হামলা চালায়, নেতা-কর্মীরা পুলিশি বাধা উপেক্ষা করে।

বিক্ষোভ মিছিলে থেকে পুলিশ জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক সাবেক ছাত্রনেতা তৌহিদুল ইসলাম তৌহিদ ও জেলা ছাত্রদলের বিপ্লবী ছাত্রনেতা তানজিদ হাসান শাওন, ছাত্রনেতা রিয়াজ মাতুব্বর ও সুমন কে গ্রেফতার করে।এ সময় গোটা শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ছাত্রদলের নেতা-কর্মীরা শহরের বিভিন্ন পয়েন্টে শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও বিক্ষোভ অব্যাহত রেখেছে।গ্রেফতারের পর জেলা ছাত্রনেতা তানজিদ হাসান শাওন পুলিশি প্রহরে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

এদিকে জেলার মঠবাড়িয়া উপজেলায় বিক্ষোভ কর্মসূচী পালন শেষে বাড়ী ফেরার পথে মঠবাড়িয়া কলেজ ছাত্রনেতা আরিফুল আহম্মেদ ও   সেলিম মিয়া কে  আওয়ামী সন্ত্রাসীরা কুপিয়ে মারাত্মক জখম করে।তাদের কে স্থানীয় সাধারন মানুষ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

জেলা বিএনপি’র সাধারন সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন এই জঘন্য বর্ববর পুলিশি হামলার তীর্ব নিন্দা ও প্রতিবাদ জানান।
জেলা বিএনপি’র সাধারন সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন জানান,আমাদের শান্তিপূর্ন কর্মসূচিতে পুলিশ বিনা উস্কানিতে হামালা চালিয়ে আমাদের নেতা-কর্মীদের শুধু গ্রেফতার করেই ক্ষ্যান্ত হয় নাই তাদের কে অমানুষিক নির্যাতন করে।

আর মঠবাড়িয়াতে কর্মসূচি পালন শেষে বাড়ী ফেরার পথে যে জঘন্য হামলা হয় তা নিন্দা জানানোর ও ভাষা নেই আমার,

অধ্যাপক আলমগীর হোসেনঅবিলম্বে গ্রেফতারকৃত সকল নেতা কর্মীরদের মুক্তি ও হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।অন্যথায় গোটা জেলা্য দূর্বার গন আন্দোলন গড়ে তোলা হব।

এদিকে এই ঘটনার পর গোটা জেলায় পুলিশি অভিযান শুরু করেছে।বিএনপি’র নেতা-কর্মীদের গ্রেফতারে সারা জেলায় সাড়াশি অভিযান চলছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত গোটা জেলায় থমথমে অবস্থা বিরাজ করছে।