Mon. Sep 15th, 2025
Advertisements

24খোলা বাজার২৪, শনিবার, ২৩ জুলাই ২০১৬: লোকমান আলী, নওগাঁ : নওগাঁর মান্দা উপজেলার বৈদ্যপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। প্রধান শিক্ষক গোলাম মোস্তফা নিজ কাজে ব্যবহারের জন্য গাছগুলো কেটেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এই ঘটনায় স্থানীয় ভালাইন ইউনিয়ন পরিষদ সদস্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুস সালামের কাছে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, প্রধান শিক্ষক ব্যক্তিগত কাজে বিদ্যালয়ের সীমানা প্রাচীর সংলগ্ন প্রায় ৫০হাজার টাকার ১টি আমগাছ, ১টি কাঁঠাল গাছ ও ২টি নারিকেল গাছ জোরপূর্বক কেটে নেন। গত ১২জুন ঐ বিদ্যালয়ের বর্তমান ব্যবস্থাপনা কমিটির মেয়াদ শেষ হয়। এ সুযোগ তিনি হাতছাড়া করেন নাই।
তবে ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, ব্যবস্থাপনা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী গাছগুলো কাটা হয়েছে। এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে সময় মতো জানানো হবে। তিনি নিজের কাজে ব্যবহারের জন্য ঐ গাছগুলি কাটেননি। বিদ্যালয়ের প্রয়োজনে গাছগুলি অপসারণ করা হয়েছে বলে তিনি দাবী করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুস সালাম জানান, প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোন লিখিত অভিযোগ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তবে অভিযোগ পাইলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।