Tue. Sep 16th, 2025
Advertisements

1kখোলা বাজার২৪, রোববার, ২৪ জুলাই ২০১৬: নড়াইলের নড়াগাতীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হত্যা, ডাকাতিসহ এক ডজন মামলার আসামি মিজান কাজী (৩৪) নিহত হয়েছেন।
শনিবার দিবাগত রাতে নড়াগাতী উপজেলার পরহডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি শাটারগান ও চারটি গুলি উদ্ধার করেছে পুলিশ। মিজান বাগুডাঙ্গা গ্রামের রতন কাজীর ছেলে।
নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান জানান, মিজান কাজীকে শনিবার সন্ধ্যায় গোপালগঞ্জ থানার পুলিশ গ্রেপ্তার করে। রাতে গোপালগঞ্জ থেকে নড়াগাতী থানায় আনার পথে পহরডাঙ্গা বালুর মাঠের কাছে পৌঁছালে মিজান কাজীর সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। গুলিতে মিজান কাজী মারা যান।
তিনি আরো বলেন, মিজান কাজীর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ধর্ষণ, অস্ত্রসহ বিভিন্ন ঘটনায় নড়াগাতী থানায় ছয়টি, বাগেরহাটের মোল্লাহাট, ঢাকাসহ বিভিন্ন থানায় ডজন খানেক মামলা রয়েছে।