Wed. Sep 17th, 2025
Advertisements

4kখোলা বাজার২৪, রোববার, ২৪ জুলাই ২০১৬: পাবনা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভ্যন্তরীণ কোন্দলের জেরে স্বেচ্ছাসবেক লীগ নেতা আমিন উদ্দিনকে (২৬) কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ১০টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আমিন উদ্দিন পাবনা সদর উপজেলার দোহারপাড়া গ্রামের বাবলু হোসেনের ছেলে।
পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানান, নিহত আমিন পাবনা পৌর স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক ছিলেন। টার্মিনাল এলাকার ব্যবসায়ীরা জানান, রাত আনুমানিক ১০টার দিকে আমিন তার নিজ অফিসে বসে ছিলেন। এসময় একদল সশস্ত্র সন্ত্রাসী তাকে অতর্কিত এসে কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায়।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হাসান জানান, কী কারণে আমিনকে হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে বাস টার্মিনালের টয়লেটের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এদিকে টার্মিনাল এলাকার একাধিক সূত্র জানায়, বাস টার্মিনালের আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ কোন্দলের জেরে নিজ দলীয় লোকজন এ হত্যাকা- ঘটাতে পারে। পাবনা থানার ওসি (তদন্ত) মুন্সী আবদুল কুদ্দুস জানান, হত্যাকারীদের সনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ।