খোলা বাজার২৪, রোববার, ২৪ জুলাই ২০১৬: দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে আগামী ১ আগস্ট জঙ্গিবিরোধী মানববন্ধন কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।
শনিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এক মতবিনিময় সভায় এ বিষয়টি জানানো হয়।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান জানান, আগামী ১ আগস্ট দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে জঙ্গিবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হবে। এতে গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় নিহতদের স্মরণ করা হবে।
দেশে সাম্প্রতিক জঙ্গি হামলার প্রেক্ষাপটে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্যদের (ভিসি) সঙ্গে মতবিনিময়ের এ সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।