Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

13kখোলা বাজার২৪, সোমবার, ২৫ জুলাই ২০১৬: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে অর্থ পাচার মামালায় উচ্চ আদালতে কারাদ- দেওয়ার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের ডাক দিয়ে উধাও ছিল ছাত্রদল। রোববার ধর্মঘটে ক্যাম্পাসের সকল বিভাগের ক্লাস-পরীক্ষা স্বাভাবিক ছিল। এছাড়া বিশ্ববিদ্যালয় পরিবহনগুলো যথা সময়ে বিভিন্ন রুটে চলাচল করে।
খোঁজ নিয়ে জানা যায়, ছাত্রদল ধর্মঘটের ডাক দিলেও বিশ্ববিদ্যালয়ের ৫৬টি বিভাগেই ক্লাস-পরীক্ষা স্বাভাবিক ছিল। ক্যাম্পাসের বিভিন্ন চত্বরগুলোতে শিক্ষার্থীদের সরব উপস্থিতি দেখা যায়। অন্যদিকে ধর্মঘট সফল করতে ক্যাম্পাস কেন্দ্রীক কোন তৎপরতা ছিল না সংগঠনটির নেতা-কর্মীদের। এমনকি ক্যাম্পাসে দেখা যায়নি দলটির কাউকে। এছাড়া ছাত্রদলের এই কর্মসূচি প্রতিহত করতে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থানের ঘোষণা দিয়েছিল ছাত্রলীগ। ফলে ক্যাম্পাসের সব কিছুই স্বভাবিক ছিল।
খোঁজ নিতে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ইমতিয়াজ আহমেদকে ফোন দিলে তিনি জানান, ‘ব্যক্তিগত কাজে ঢাকায় আছি। ধর্মঘটের ব্যাপারে আমি তেমন কিছু জানি না’। দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক সুলতান আহমেদ রাহি বলেন, ‘আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কারণে আমরা সেভাবে ধর্মঘট সফল করতে পারিনি’।
জানতে চাইলে পরিবহন দপ্তরের প্রশাসক প্রফেসর মোহা. মাইনুল হক বলেন, ‘পরিবহনগুলো যথাসময়ে বিভিন্ন রুটে স্বাভাবিকভাবে চলাচল করছে, কোন রকম সমস্যা হয়নি’। বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর ড. মুজিবুল হক আজাদ খান বলেন, ‘ক্যাম্পাসে ধর্মঘটের কোন প্রভাব পড়েনি। সকাল থেকেই আমাদের সকল বিভাগের ক্লাস পরীক্ষা স্বাভাবিক ভাবেই চলছে’।