খোলা বাজার২৪, সোমবার, ২৫ জুলাই ২০১৬: জাহাঙ্গীর আলম,কুড়িগ্রাম,: কুড়িগ্রামের ফুলবাড়ী ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবীতে মুক্তিযোদ্ধারা মানববন্ধন ও সমাবেশ করেছে। সোমবার দুপুর ১২টায় ফুলবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে তিনকোনা মোড়ে এ মানববন্ধন কর্মসূচীতে উপজেলার ২শতাধিক বীর মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের মানুষ অংশগ্রহন করে।
সমাবেশে বক্তারা বলেন, জাতীয়করণের সকল শর্ত বিদ্যমান থাকা সত্বেও একটি কুচক্রি মহলের ইশারায় ফুলবাড়ী ডিগ্রী কলেজকে তালিকা থেকে বাদ দিয়ে উপজেলা সদর থেকে ৭কিঃমিঃ দুরের একটি নন এমপিও কলেজকে তালিকা ভুক্ত করা হয়। উপজেলার প্রাচীনতম এই প্রতিষ্ঠানটি জাতীয়করণ করা না হলে আগামী প্রজন্মের উচ্চ শিক্ষার পথ রুদ্ধ হয়ে যাবে। তাই ফুলবাড়ী ডিগ্রী কলেজ জাতীয়করনের দাবীতে গৃহীত আন্দোলন কর্মসূচীর সাথে একাত্বতা ঘোষনা করেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা।
সংক্ষিপ্ত এ সমাবেশে উপজেলা ছাত্রলীগের সভাপতি এমদাদুল হক,যুবলীগের সা:সম্পাদক আবুবক্কর সিদ্দিক,বিআরডিবি চেয়ারম্যান হারুন অর রশীদ,উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান মইনুল হক, আওয়ামীলীগের সাধারণ সস্পাদক গোলাম রব্বানী সরকার,বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন,মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।