Thu. Sep 25th, 2025
Advertisements

27খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৬ জুলাই ২০১৬: বাগেরহাট : মরন ব্যাধি এইচআইভি/এইড’স প্রতিরোধে করনীয় বিষয়ে মঙ্গলবার সকালে বাগেরহাট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী সংস্থা লাইট হাউস কনসোর্টিয়াম এর বাগেরহাট ডিআইসি’র আয়োজনে এ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, ডেপুটি সিভিল সার্জন ডাঃ এসএম নজরুল ইসলাম। এ ছাড়াও বক্তব্য রাখেন বাগেরহাট পৌরসভার মহিলা কাউন্সিলর তানিয়া খাতুন, আইনজীবি এম ওয়াদুদু মুক্ত, শিক্ষক ইবনে মিজান হিরু,এনজিও প্রতিনিধি সেখ আসাদ, মামুনুর রশিদ,সংবাদ কর্মী আজাদুল হক এসএম রাজ প্রমূখ। বক্তারা ঘাতক ব্যাধি এইড’স প্রতিরোধে ধর্মীয় অনুশাসন মেনে চলা ও রোগ বিষয়ে প্রতিটা নাগরিকের সচেতন হওয়ার কথা বলেন।