Thu. Sep 25th, 2025
Advertisements

খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৬ জুলাই ২০১৬: ঝিনাইদহ : ঝিনাইদহে বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে মঙ্গলবার পুলিশ যুবলীগ নেতাসহ ৩৪ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও শৈলকুপা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুজার গিফারী গাফ্ফার, রেজাউল করিম ও আইয়ুব হোসনসহ ৩৪ জন।
শৈলকুপার রামচন্দ্রপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এস,আই অজয় কুন্ডু জানান, ইবি ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও শৈলকুপা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুজর গিফারী গাফ্ফারকে তার নিজ বাড়ি থেকে সকালে গ্রেফতার করা হয়। তিন উপজেলার বড়দা গ্রামের দিয়ানত মন্ডলের ছেলে। তার বিরুদ্ধে এস,টি,সি ৯৫/১৬ ও শৈল,জি,আর ৪১/১৫ নং মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল।

তিনি আরো জানান, মঙ্গলবার দুপুর ও বিকালে অভিযান চালিয়ে রামচন্দ্রপুর গ্রামের মৃত জবেদ আলীর ছেলে রেজাউল করিম রেজা ও শেখপাড়া গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে আয়ুব আলীকে গ্রেফতার করা হয়। এ দুজনার বিরুদ্ধে শৈল জি,আর ৬৫/১৫ ও ১৯১/১২ এবং শৈল জি,আর ৯/১৬ মামলার ওয়ারেন্ট ছিল। শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে। এদিকে ঝিনাইদহের কালীগঞ্জ ও কোটচাঁদপুর উপজেলার বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে জামায়াত নেতাসহ ৩১ জনকে গ্রেফতার করে পুলিশ।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, নাশকতা প্রতিরোধে রাতভর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কোটচাঁদপুরের জামায়াত নেতা আব্দুল কাইয়ুম ও কালীগঞ্জ উপজেলার ছোট ঘিঘাটি গ্রামে গোলাম খাঁ’র ছেলে হাফিজুর রহমানসহ জেলার বিভিন্ন স্থান থেকে ৩৪ জনকে গ্রেফতার করা হয়।