Wed. Sep 24th, 2025
Advertisements

43খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৬ জুলাই ২০১৬: উত্তর ফ্রান্সের রোয়ান এলাকার কাছের একটি গির্জায় সাধারণ মানুষকে জিম্মি করে রাখা দুই অস্ত্রধারী নিহত হয়েছেন। সেই সঙ্গে নিহত হয়েছেন এক জিম্মিও।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সাঁ-এটিয়েন-দু রুভরে গির্জার জাজক, দুজন নান এবং দুজন দর্শনার্থীকে জিম্মি করে ওই অস্ত্রধারীরা। পুলিশের গুলিতে নিহত হওয়ার আগেই এক জিম্মিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে তারা।
ফ্রান্সের টেলিভিশনগুলো জানিয়েছে, ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি গুলির আওয়াজ পাওয়া গেছে। পুলিশ ও জরুরি সেবা বিভাগকে ঘটনাস্থলে দেখা গেছে। গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ এবং ঘটনাস্থলের আশপাশে কাউকে যেতে দেওয়া হচ্ছে না।
ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে ঘটনাস্থলে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ এবং স্বরাষ্ট্রমন্ত্রী বারনার্দ ক্যাজেনভ।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামলার কারণ এবং হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ মাসের শুরুতে ফ্রান্সের নিসে এক হামলায় ৮৪ জন নিহত হওয়ার পর জারি থাকা উচ্চ সতর্কাবস্থার মধ্যেই এই জিম্মি-হামলার ঘটনা ঘটল।