খোলা বাজার২৪, বুধবার, ২৭ জুলাই ২০১৬: প্রযুক্তিপণ্য নির্মাতা কোরিয়ান প্রতিষ্ঠান স্যামসাং নিয়ে এসেছে ২৫৬ জিবির মাইক্রোএসডি কার্ড। গত মঙ্গলবার এটি ভারতের বাজারে ছাড়া হয়েছে। ভারতে এই মাইক্রোএসডি কার্ডের দাম রাখা হয়েছে ১২ হাজার ৯৯৯ রুপি। এ খবর জানিয়েছে ফোন বিষয়ক ওয়েবসাইট ফোন এরিনা।
স্যামসাংয়ের দাবি এটাই এখন পৃথিবীর সর্বোচ্চ ধারণক্ষমতাসম্পন্ন মাইক্রোএসডি কার্ড। এই কার্ডটিতে রয়েছে স্যামসাংয়ের ভি-ন্যান্ড প্রযুক্তি। ৯০ থেকে ৯৫ মেগাবাইট পর্যন্ত গতিতে রিডিং ও রাইটিংয়ের কাজ করতে পারবে এই মাইক্রোএসডি কার্ড।
গত মে মাসে প্রথম ২৫৬ জিবির ইভো প্লাস মাইক্রোএসডি কার্ড বাজারে ছাড়ে স্যামসাং। শুরুতে এর দাম রাখা হয়েছিল ২৪৯ মার্কিন ডলার। তবে দুই মাস পর দাম কিছুটা কমানো হয়েছে।
স্যামসাং ইভো প্লাস মাইক্রোএসডি কার্ডটিতে রয়েছে ইউএইচএস-১, ক্লাস ১০ যা স্মার্টফোন ও ট্যাবলেটে ব্যবহার করা যাবে। ৩৬০-ডিগ্রি ভিডিও, অ্যাকশন ক্যামেরা ও ড্রোন ক্যামেরায় তোলা হাই কোয়ালিটির ভিডিও ও ছবি স্টোরেজ করার জন্য এসব মাইক্রোএসডি কার্ড কাজে লাগবে।
স্যামসাংয়ের দাবি, এই কার্ড দিয়ে ব্যবহারকারীরা ১২ ঘণ্টার ফোরকে ইউএইচডি ভিডিও অথবা ৩৩ ঘণ্টার ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবে। এ ছাড়া মোবাইল অথবা অ্যাকশন ক্যামেরা দিয়েই ভিডিও রেকর্ড করা যাবে।
স্যামসাং ইন্ডিয়া ইলেকট্রনিক্সের ভাইস প্রেসিডেন্ট সুকেশ জৈন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, স্মার্টফোন, ট্যাবসহ অন্যান্য ডিভাইসের হাই রেজ্যুলেশনের ভিডিও ও ছবি ধারণ করার জন্য এই মাইক্রোএসডি কার্ডটি তৈরি করা হয়েছে। এখন আর বিভিন্ন ডিভাইসে হাই রেজ্যুলেশনের ভিডিও রাখার জায়গা নিয়ে ব্যবহারকারীদের ভাবতে হবে না।
স্যামসাংয়ের এসব মাইক্রোএসডি কার্ডে ১০ বছরের ওয়ারেন্টি রয়েছে।