Wed. Sep 24th, 2025
Advertisements

41খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০১৬: ; সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নের ভাটিমভোগ এলাকায় বুধবার (২৭ জুলাই) রাত ১০ টার দিকে ব্যাটারী চালিত ইজিবাইক ছিনতাই করার সময় এলাকাবাসী ২ ছিনতাইকারিকে আটক করে পুলিশে দেয়।

পুলিশ সূত্রে জানা যায়, টংগিবাড়ী উপজেলার বালিগাঁও ইউনিয়নের ইসলামপুর গ্রামের গফুর সরদারের ছেলে ইজিবাইক চালক আলমগীর (৪০) কে বালিগাঁও থেকে ভাটিংভোগ যাওয়ার কথা বলে ভাড়ায় নিয়ে আসে।

ভাটিমভোগ আসলে পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করলে সে ডাকাত ডাকাত বলে চিৎকার দিয়ে দৌড় দেয়। এলাকাবাসী ছিনতাইকারিদের ধরে গণপিটুনি দিয়ে পুলিশকে খবর দেয়।

আটককৃতরা হলো লৌহজং উপজেলার মৃত ইউনুছ তালুকদারের ছেলে সফিউল তালুকদার (৩০) ও কাদের তালুকদারের ছেলে শাহনেওয়াজ (৩০)।

সিরাজদিখান থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, ছিনতাইকারিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে মুন্সীগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। থানায় একটি মামলা করা হয়েছে।