Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

12খোলা বাজার২৪, শুক্রবার, ২৯ জুলাই ২০১৬: পরীক্ষা হিসেবে কেন অবৈধ ঘোষণা করা হবে না। এবং এটিকে বাতিল করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।
বুধবার সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।
জেএসসি পরীক্ষা বাতিল চেয়ে এর আগে এই আইনজীবী একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। রিটে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, ঢাকা, চট্রগ্রাম, রাজশাহী, যশোর, কুমিল্লা, বরিশাল, সিলেট, দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।
এতে বলা হয়, ১৯৬১ সনের শিক্ষা ব্যাবস্থা অনুযায়ী এসএসসি/এইচএসসি পরীক্ষা পাবলিক পরীক্ষা অনুযায়ী অনুষ্ঠিত হয়ে আসছে। ১৯৭১ সালের পর থেকে এ আইনের বিকল্প কোনো আইন তৈরী হয়নি। এ আইনে জেএসসি পরীক্ষা বলতে কিছু নেই। এ আইনের ২(জি)তে বলা হয়েছে এসএসসি ও এইচএসসি পরীক্ষাকে পাবলিক পরীক্ষা হিসেবে
নেওয়ার কথা আছে। কিন্তু জেএসসিকে পাবলিক পরীক্ষা হিসেবে নেওয়ার কোনো বিষয়ে বলা নেই। এই আইনি যুক্তিতে তিনি রিট আবেদন করেছেন বলে আবেদনে উল্লেখ করেছেন।
জেএসসি পরীক্ষাকে কেন্দ্র করে বিভিন্ন কোচিং কোটি কোটি টাকা বানিজ্য করছে বলে এই আইনজীবী উল্লেখ করেছেন।