Tue. Sep 23rd, 2025
Advertisements

Rangpurখোলা বাজার২৪, শুক্রবার, ২৯ জুলাই ২০১৬: আট উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামলার চার্জশিটভুক্ত ৩ জামায়াত কর্মীসহ ৬৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ওয়ারেন্টভুক্ত এসব আসামিরা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা ও চুরি-ডাকাতির মামলা রয়েছে।
রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি বি-সার্কেল) মো. সাইফুর রহমান জানান, গ্রেফতারকৃতরা আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি। বিভিন্ন মামলায় তাদের নামে চার্জশিট দেওয়া হয়েছিলো। দীর্ঘদিন ধরে তারা পলাতক ছিলেন। এদের মধ্যে ৩ জামাত কর্মীকে নাশকতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।