Wed. Sep 17th, 2025
Advertisements

25খোলা বাজার২৪, শুক্রবার, ২৯ জুলাই ২০১৬: : নিউজ টোয়েন্টিফোর টিভির শুভ উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে ঝিনাইদহ শহরে এক বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি পায়রা চত্বর থেকে বের হয়ে শহর প্রদক্ষিন শেষে লাল ফিতা ও কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।

ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে নিউজ টোয়েন্টিফোর টিভি ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি শেখ রুহুল আমিনের কার্যালয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও সাবেক সদর পৌর চেয়ারম্যান আনিছুর রহমান খোকা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রবিউল ইসলাম, জেলা কৃষকলীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম সাইফুল মাবুদ, সাবেক সাধারন সম্পাদক নিজাম জোয়ার্দ্দার বাবলু, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল হক জোয়ার্দ্দার,প্রবীন সাংবাদিক কামরুজ্জামান পিন্টু,সাংবাদিক জাহিদুর রহমান তারিক, কেএম সালেহ,শাহানুর আলম,সাজ্জাদ আহমেদ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।