খোলা বাজার২৪, রোববার, ৩১ জুলাই ২০১৬: ধংস করে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র স্থাপন সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট রাজাশাহী বিশ^বিদ্যালয় শাখার নেতাকর্মীরা। শনিবার বেলা ১১ টার দিকে তাদের দলীয় টেন্ট থেকে একটি মিছিল বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে টুকিটাকি চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
বিপ্লবী ছাত্র মৈত্রির সাধারণ সম্পাদক দীলিপ রায়ের পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন, ছাত্র মৈত্রির সভাপতি প্রদীপ মার্ডি,রাবি শাখা ছাত্র ফেডারেশনের সভাপতি কিংশুক কিঞ্জল, রাবি শাখা ছাত্র ফ্রন্টের সভাপতি শামসুজ্জোহা সাদিক, ছাত্র ইউনিয়ন রাবি সংসদের সভাপতি মিনহাজুল আবেদিন প্রমুখ। সমাবেশ থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে সুন্দরবন ধংসের সিদ্ধান্ত বাতিলের জোর দাবি জানানো হয়।