Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

44খোলা বাজার২৪, রোববার, ৩১ জুলাই ২০১৬: প্রিভিউ ব্যবহারকারীরা এরই মধ্যে অনেক কিছু প্রকাশ করেছে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের পরবর্তী আপডেট অ্যানড্রয়েড ৭ দশমিক ০ নুগাট সম্পর্কে। কিন্তু এখন পর্যন্ত কবে সেটি সবার হাতে পৌঁছানো শুরু করবে, সে ব্যাপারে কিছুই ধারণা করা যাচ্ছে না।

এসব খবর জানিয়েছে টুইটার তারকা ইভান ব্লাস, যিনি মোবাইল হ্যান্ডসেট এবং অপারেটিং সিস্টেমের বিভিন্ন তথ্য ফাঁস করে দিয়ে এরই মধ্যে বেশ ‘সুখ্যাতি’ লাভ করেছেন।
নিজের অ্যাকাউন্ট থেকে টুইট করে ইভান ব্লাস জানিয়েছেন, এই আগস্ট মাসেই গুগল উন্মুক্ত করতে যাচ্ছে তাদের বহু আকাক্সিক্ষত অ্যানড্রয়েড ৭ দশমিক ০ সংস্করণটি।
সময়ের ব্যাপারে যেখানে গুগল শুধুমাত্র ‘গ্রীষ্মকাল’ বলে রেখেছিল, সেখানে ইভান ব্লাস একটু হলেও সুস্পষ্ট ধারণা নিয়ে এসেছেন সবার জন্য।
তবে প্রথমে কারা কারা এই নতুন আপডেট উপভোগ করতে পারবেন, সে ব্যাপারে কিছু জানা যায়নি। এটি মোটামুটি নিশ্চিত যে, বর্তমান প্রায় সব নেক্সাস ফোন ব্যবহারকারীই প্রথম থেকে অ্যানড্রয়েড ৭ দশমিক ০ নুগাটের আপডেটটি পাবেন।
তবে ইভান জানাচ্ছেন, ২০১৩ সালের নেক্সাস ৫ ব্যবহারকারীরা বঞ্চিত হতে পারেন এই সুবিধা থেকে। তবে নেক্সাসের বাইরে যাঁরা স্যামসাং, এলজি, এইচটিসি, সনি, শাওমি কিংবা অন্যান্য ব্র্যান্ডের হ্যান্ডসেট ব্যবহার করে থাকেন, তাঁদের জন্য আগস্ট মাসে খুশি হওয়ার কিছু নেই। কারণ নুগাটের আপডেটের জন্য অন্য অ্যানড্রয়েড ফোনগুলোতে পৌঁছাতে সময় লাগবে আরো কয়েক মাস।
সব অ্যানড্রয়েড ফোন এই আপডেটটি কবে পাবে, তা এখনো বলা যাচ্ছে না। এমনকি এর আগের অ্যানড্রয়েড ৬ দশমিক ০ মার্শম্যালো মাত্র ১৩ দশমিক ৩ শতাংশ ফোনে পৌঁছাতে পেরেছে এখন পর্যন্ত। সর্বোচ্চ ৩৫ দশমিক ১ শতাংশ অ্যানড্রয়েড ব্যবহারকারী এখনো ব্যবহার করছে দুই বছর আগে বের হওয়া ললিপপ ৫ দশমিক ০ এবং ৫ দশমিক ১। অর্থাৎ গুগল নতুন নতুন আপডেট নিয়ে এলেও সেটি সর্বস্তরের ব্যবহারকারীদের কাছে এখনো ঠিকভাবে পৌঁছাতে পারছে না।
অ্যানড্রয়েডের নতুন আপডেটের সঙ্গে নতুন নেক্সাস ফোনও নিয়ে আসছে গুগল। ধারণা করা হচ্ছে, সেপ্টেম্বর কিংবা অক্টোবরেই নতুন দুটি নেক্সাস ফোন উন্মুক্ত হতে পারে।