Sat. Sep 20th, 2025
Advertisements

11খোলা বাজার২৪, সোমবার, ১ আগস্ট ২০১৬: ২’এর সেই দৃশ্যের কথা মনে আছে নিশ্চয়ই? ঐশ্বরিয়া রাই এবং হৃতিক রোশনের সেই চুম্বন-দৃশ্য। তেমন উষ্ণ চুম্বন বলিউডি ছবিতে খুব একটা দেখা যায়নি। তার পর এবার ফের পর্দায় চুম্বন করবেন ঐশ্বর্য। অভিষেক বচ্চনের স্ত্রী এবার চুম্বন দৃশ্যটি করছেন রণবীর কাপুরের সঙ্গে। করণ জোহরের পরের ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ থাকছে সেই দৃশ্য।

বলা হচ্ছে, এই ছবিতে রণবীর-ঐশ্বর্য’র বেশ কয়েকটি ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে। তার মধ্যে নাকি এমন একটি চুম্বন রয়েছে, যা বলিউডি বিচারে রীতিমতো উষ্ণ। একেবারে ‘লিপ-লক’। বলিউডের গুজব হলো, এই চুম্বন নিয়েই নাকি বচ্চন-পরিবারে সবথেকে বড় অস্বস্তি।
পরিবারে অস্বস্তির আঁচ পেয়েই ঐশ্বর্য করণ জোহরকে ছবি থেকে দৃশ্যগুলি বাদ দিতে বলেছেন বলেও খবর রটেছে। তবে করণ সেই অনুরোধ রাখবেন কি না, তা ছবি মুক্তির পরেই বোঝা যাবে। বিশেষ করে ওই লিপ-লকের দৃশ্যটি।
একাধিক গণমাধ্যমের সংবাদে জানা যায়, এই দৃশ্য নিয়ে নাকি ঐশ্বর্য’র গোড়া থেকেই আপত্তি ছিল। সেই জন্য দৃশ্যটি অন্যভাবে শুট করা হয়েছে।
তবে এ-ও বলা হচ্ছে, বচ্চন-পরিবারের সকলেই পেশাদার অভিনেতা। বিশেষ করে অমিতাভ নিজে কাজের ব্যাপারে কোনওরকম আপস করেন না। ছবির প্রয়োজনে যা করা দরকার, তা করায় তার কোনও আপত্তি নেই।
ফলে, পুত্রবধূ যদি ছবির প্রয়োজনে চুম্বন দৃশ্যে অভিনয় করেন, তাতেও তার কোনও আপত্তি থাকবে না বলেই মনে করছেন অনেকে।
শুধু তা-ই নয়, ঐশ্বরিয়ার কাজের ব্যাপারে বচ্চন-পরিবারের পক্ষ থেকে কখনওই বাধা দেওয়া হয় না। এই তারকা যেভাবে কাজ এবং সংসার সামলাচ্ছেন, তাতেও পরিবার রীতিমতো খুশি।