খোলা বাজার২৪, সোমবার, ১ আগস্ট ২০১৬: হারালেন একজন। ২০ বছর বয়সী পূজা কুমারী ভারতের জাতীয় পর্যায়ে স্বর্ণজয়ী অ্যাথলেট। দুই বছর আগে ভোপালের সাইয়ের ক্যাম্পে যোগ দেন তিনি। স্টিপলচেস বিভাগে অনুশীলন করছিলেন তিনি।
রোববার সন্ধ্যায় একটি পুকুরের সামনে সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, প্রতিদিনের মত অনুশীলন শেষ করে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সতীর্থ দুই অ্যাথলেটের সাথে পুকুরের পাশ দিয়ে যাচ্ছিলেন পূজা। সেখানেই তারা ঠিক করেন একটা সেলফি তুলবেন। তারপর সেটা আপলোড হবে সোশ্যাল মিডিয়ায়। শুভেচ্ছা জানানো হবে দেশের অলিম্পিয়ান অ্যাথলেটদের। কিন্তু ভালো সেলফি তোলার জন্য একেবারে পুকুরের ধারে চলে যান পূজা। তারপর পা পিছলে পড়ে যান পুকুরে। সাঁতার জানতেন না পূজা। আর তার সতীর্থ দুই অ্যাথলেটেরও সাঁতার জানা ছিল না। ফলে প্রাণ হারান এই তরুণ অ্যাথলেট।
সাই ক্যাম্পের এক শীর্ষ কর্মকর্তা, ‘পূজা সাঁতার জানতেন না। তাই পা পিছলে পানিতে পড়ে যাওয়ার পর ডুবে যান। তার দুই সতীর্থও সাতার জানতেন না। তাই তারাও তাকে উদ্ধার করতে পারেননি। পুকুর অনেক গভীর থাকায় পূজা তলিয়ে গেছে। পরে তার দুই সতীর্থ হোস্টেলে এসে আমাদের জানায়। কিন্তু আমরা ঘটনাস্থলে পৌঁছাতে পৌঁছাতে অনেক দেরি হয়ে গেছে। তার মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত। তিনি আমাদের দেশের সেরা দৌড়বিদদের একজন ছিলেন