Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

17খোলা বাজার২৪, সোমবার, ১ আগস্ট ২০১৬: টেকনোলজিস (বিডি) লিমিটেড দেশের বাজারে নিয়ে এলো পিএনওয়াই এর ঝুলন্ত পেনড্রাইভ। এই পেনড্রাইভটির বৈশিষ্ট্য হল সহজেই যে কোন কিছুর সঙ্গে আটকে রাখা যাবে। কারণ, এই পেনড্রাইভে একটি হুক রয়েছে।

সম্পূর্ন মেটালিক বডির ইউএসবি ৩.০ প্রযুক্তির পেনড্রাইভটির ডাটা রিডের গতি প্রতি সেকেন্ডে ১০৩ মেগাবাইট। আর রাইট গতি সেকেন্ডে ১৩ মেগাবাইট।
পেনড্রাইভটি উইন্ডোজ এবং ম্যাক অপারেটিং সিস্টেমের সবগুলো সংস্করণে কাজ করে।বাজারে ১৬ এবং ৩২ জিবি ধারণ ক্ষমতার এই মডেলের পেনড্রাইভের মূল্য যথাক্রমে ৫৫০ টাকা এবং ৮৫০ টাকা। পেনড্রাইভগুলোতে রয়েছে লাইফ টাইম ওয়ারেন্টি।