Fri. Oct 17th, 2025
Advertisements

খোলা বাজার২৪, সোমবার, ১ আগস্ট ২০১৬: হোসেন, দিনাজপুর : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় 25সারাদেশের ন্যায় জঙ্গীবাদ সন্ত্রাস, সা¤প্রদায়িকতাবাদের বিরুদ্ধে রূখে দাঁড়াতে ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ঢাকা মোড় নামক স্থানে জঙ্গিবাদ, সন্ত্রাসের বিরুদ্ধে রূখে দাঁড়াতে ফুলবাড়ী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল্লাহ্ আল মাজেদ এর নেতৃত্বে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক কৃষ্ণা জিওশোয়াল, ব্যবস্থাপনা প্রভাষক নয়ন হক মন্ডল, প্রদর্শক নাছিম উদ্দিন লাবু। এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক বিদ্যুৎ মহন্ত, প্রভাষক লিয়াকত আলী, ব্যাংকিং বিভাগ প্রভাষক ডিটন চন্দ্র রায়, প্রভাষক আসাদ্জ্জুামান পলাশ, কম্পিউটার বিভাগের উত্তম কুমার, প্রধান অফিস সহকারী মোঃ মিজানুর রহমান। মানববন্ধনে কলেজের শতাধিক ছাত্রছাত্রী, কলেজের প্রভাষক, কর্মকর্তা কর্মচারী অংশ নেন। মানববন্ধনটি ঘন্টা ব্যাপী অবস্থান নেয় রাস্তার পার্শ্বে। মানববন্ধন শেষে ফুলবাড়ী টেকনিক্যাল এন্ড বি.এম কলেজে জঙ্গীবাদ সন্ত্রাসের বিরুদ্ধে রূখে দাঁড়াতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল্লাহ আল মাজেদ, ইংরেজী বিভাগের প্রভাষক কৃষ্ণা জিওশোয়াল, প্রধান অফিস সহকারী মিজানুর রহমান প্রমুখ। অপরদিকে একই দিনে ফুলবাড়ী জিএম পাইলট উচ্চ বিদ্যালয়, ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়, তেতুলিয়া ইসলামিয়া দ্বি-মুখী মাদ্রাসা সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে পৃথক পৃথকভাবে মানববন্ধন করেন।