Fri. Oct 17th, 2025
Advertisements

20kখোলা বাজার২৪, মঙ্গলবার, ২ আগস্ট ২০১৬: চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শাহেদা ইসলামকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার তাকে প্রেষণে বোর্ড চেয়ারম্যান নিয়োগ দিয়ে এ আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। তিনি বিসিএস শিক্ষা ক্যাডারের রসায়ন বিভাগের অধ্যাপক।

তিনি চট্টগ্রাম বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা অধ্যাপক মোহাম্মদ শাহজাহানের স্থলাভিষিক্ত হবেন।

বোর্ড চেয়ারম্যান হিসেবে অধ্যাপক শাহেদা নিজ বেতনের পাশাপাশি পদের সঙ্গে সংযুক্ত ভাতা ও অন্য সুযোগ-সুবিধা পাবেন বলে আদেশে উল্লেখ রয়েছে।

মঙ্গলবার শাহেদা ইসলামের দায়িত্বগ্রহণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিযুষ দত্ত।