Fri. Oct 17th, 2025
Advertisements

খোলা বাজার২৪, মঙ্গলবার, ২ আগস্ট ২০১৬: করবই নির্মুল, এবারের সংগ্রাম আমাদের অর্থনৈতিক মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম জঙ্গি সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার সংগ্রাম এই শ্লোগানে রংপুরে শিক্ষার্থিসহ সকল নাগরিকদের মধ্যে শুরু হয়েছে জঙ্গিবাদ বিরোধী পোষ্টার বিতরণ। আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে রংপুর জেলা স্কুলের শিক্ষার্থিদের মাঝে লিফলেট বিতরণের মাধ্যমে জঙ্গি বিরোধি সচেতনতা বাড়ানোর কাজ শুরু করা হয়। জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মমতাজ উদ্দিন আহম্মেদ এ কার্যক্রমের সুচনা করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাহাত আনোয়ার,সহকারী পুলিশ সুপার আতাউর রহমান,প্রেসক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা সদরুল আলম দুলু। এতে জেলা প্রশাসনের কর্মকর্তা ছাড়াও শিক্ষক শিক্ষার্থী ও সাংবাদিকরা অংশ নেন।
জাহাঙ্গীর আলম বাদল