Fri. Oct 17th, 2025
Advertisements

খোলা বাজার২৪, বুধবার, ০৩ আগস্ট ২০১৬: ঝিনাইদহে দীর্ঘ ১৩ ব্যাপী কিলোমিটার সন্ত্রাস ও জঙ্গি বিরোধী মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। মঙ্গলবার সকালে ঝিনাইদহ সদর উপজেলা পোড়াহাটি ইউনিয়ন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত দু’ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচী মধুপুর চৌরাস্তা থেকে শুরু হয়ে ইউনিয়নের ১৩টি গ্রামের রাস্তায় মানুষের বন্ধন সৃষ্টি হয়।

মানববন্ধন শেষে পোড়াহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরোনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ওসি তদন্ত শাহিন উদ্দিন, ইউপি মেম্বার শওকত আলী।

এতে পোড়াহাটি ইউনিয়নের সকল স্কুল,কলেজ, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার জনসাধারন অংশ নেয়। বিষয়টি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

সমাবেশে বক্তারা বলেন, জঙ্গি নয় শান্তি চাই, সমৃদ্ধশালী সুন্দও বাংলাদেশ দেখতে চাই। এছাড়া সকলের সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়।